সাতক্ষীরায় মাদকসহ ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা, ২৬ বোতল মদসহ সাড়ে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনব্যাপী বিজিবির পৃথক অভিযানে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৩ হাজার পিস ইয়াবা, কলারোয়া উপজেলার কেড়াগাছি হিজলদী, কেড়াগাছি ও চান্দুড়িয়া থেকে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।
অপরদিকে ভোমরার ফলমোড়, ঘোনা, দাঁতভাঙ্গা, তলুইগাছা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি কাপড় এবং চান্দুড়িয়ার কাদপুর সীমান্ত থেকে অনুমোদনহীন ভারতীয় ওষুধ সামগ্রী উদ্ধার করা হয়।
বিজিবির দেওয়া তথ্যমতে, উদ্ধার করা শাড়ি-কাপড় ও ওষুধসামগ্রীর আনুমানিক মূল্য ২৬ লাখ ৩৪ হাজার টাকা। উদ্ধারকৃত মদ ও ইয়াবা সাতক্ষীরা মাদকদ্রব্য অধিদপ্তর এবং শাড়ি কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা ও কলারোয়া থানায় বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।