সাভারে ব্যবসায়ীকে অপহরণ-হত্যাচেষ্টা মামলার আসামি মোহাম্মদপুরে গ্রেপ্তার
সাভারে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে অপহরণের পর গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে মোশারফ হোসেন মুছা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার (৪ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মুছাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। পুলিশ তার বিভিন্ন অস্ত্রের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জালাল উদ্দিন বলেন, আওয়ামী লীগ সমর্থিত আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন মুছা। গত ১০ বছর আওয়ামী লীগের তকমা লাগিয়ে চাঁদাবাজিতে লিপ্ত ছিলেন। সরকার পতনের পর তিনি ভোল পাল্টে সাভারে চাঁদাবাজির নিয়ন্ত্রক হয়ে ওঠেন। আওয়ামী সন্ত্রাসী ও চাঁদাবাজরা গা ঢাকা দিলে সাভারে ত্রাসের রাজত্ব কায়েম করে মুছা।
ওসি জালাল উদ্দিন বলেন, মোটা অঙ্কের চাঁদা না পেয়ে থার্টি ফার্স্ট নাইটে পূর্বহাটি ভাংগা ব্রিজ এলাকায় ব্যবসায়ী রমজান খানকে অপহরণ করে মুছা। তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় সে। পরে তার ডান পায়ে গুলি করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই ব্যবসায়ী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে। পরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্ৰেপ্তার করতে সক্ষম হলো।