রাজধানীর গুলিস্তানে চার ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেট এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।
আজ সোমবার (৬ জানুয়ারি) পল্টন মডেল থানা সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে গতকাল রোববার (৫ জানুয়ারি) রাতে গুলিস্তান পাতাল মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সুজন (৩৪), মোজাহিদ ওরফে রকি (২৮), মো. অনিক (২২) ও মো. বিল্লাল হাওলাদার (২৮)।
পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, পল্টন থানা এলাকার গুলিস্তান পাতাল মার্কেটের সামনে কতিপয় দুষ্কৃতকারী ছিনতাই করার উদ্দেশে অবস্থান করছে; এমন তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে রোববার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পল্টন মডেল থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সুজন, মোজাহিদ, অনিক ও বিল্লালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করা হয়েছে।
থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় ছিনতাই করার উদ্দেশে ওই স্থানে সমবেত হয়েছিল; প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একথা স্বীকার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা ও মাদকের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।