রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাংয়ে। দেশটিতে ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৬১৮ কিলোমিটার।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, উৎপত্তিস্থলে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
চীনের জিজাংয়ের এ ভূমিকম্পে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানেও কম্পন অনুভূত হয়।