ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে পাচারকারীসহ আটক ৮
অবৈধপথে ভারতে যাওয়ার সময় দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে একই পরিবারের পাঁচজনসহ আটজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার (৭ জানুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অচিন্তপুর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।
আটক ব্যক্তিদের মধ্যে দুই পাচারকারীও রয়েছেন। আজ মঙ্গলবার আটককৃতদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন বগুড়া সদরের সাবগ্রাম এলাকার মংলা দেবনাথ (৫২), তাঁর তিন ছেলে গণেশ দেবনাথ (৪০), সোহাগ দেবনাথ (৩১), বুদা দেবনাথ (৩৫) ও তাঁর ছেলে বিকাশ দেবনাথ (১৬) এবং দিনাজপুরের বিরল উপজেলার কামরুজ্জামান হিটলার (৩৫)। এদের ভারতে পাচারের চেষ্টায় জড়িত দিনাজপুরের বিরামপুরের মমিনুর রহমান (৩৫) ও একই উপজেলার ছয়বুর রহমান (৩২)।
আটক ব্যক্তিরা জানান, ভারতে তাঁরা দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করছেন। কিছুদিন আগে তাঁরা দেশে ফিরে অবৈধপথে আবার ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
দিনাজপুরের ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম জানান, গতকাল বিকেলে উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়ে বেশ কয়েকজন অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। পাচারকারীরা তাদের প্রলোভন দিয়ে সীমান্তে এনে জড়ো করে। এ সময় অচিন্তপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা খবর পেয়ে সীমান্তের ২৯৪/৩৩ নং সাব পিলারের কাছ থেকে তাঁদের আটক করে। তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিম, বাংলাদেশ ও ভারতের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে তাদের বিরামপুর থানায় সোপর্দ করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, গতকাল সোমবার রাতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে বিজিবি বাদী হয়ে থানায় মামলা করেছে। আজ মঙ্গলবার দুপুরে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।