হত্যা মামলায় যুবলীগনেতা নজরুল রিমান্ডে
রাজধানীর লালবাগ থানার মো. আলী হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ৫৬ নং ওয়ার্ডের সহসভাপতি নজরুল ইসলাম কবিরাজের তিনদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (৮ জানুয়ারি) ঢাকার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবুল ফারেজ জুয়েল আসামি নজরুলকে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তিনদিন রিমান্ডে নেওয়ার আদেশ মঞ্জুর করেন।
এর আগে গত ১ জানুয়ারি স্থানীয় জনতা আসামি নজরুল ইসলাম কবিরাজকে আটক করে লালবাগ থানায় পুলিশের কাছে সোপর্দ করেন।
এজাহার থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর কলোনি এলাকায় আন্দোলনে অংশ নেন মো. আলী। এদিন বিকাল চারটার দিকে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হন তিনি। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। এ ঘটনায় গত ৩০ ডিসেম্বর লালবাগ থানায় হত্যা মামলায় করা হয়। এই মামলার ৪০ নম্বর এজাহারনামীয় আসামি হলেন নজরুল ইসলাম কবিরাজ (৫৫)।