শরীয়তপুরের জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/09/janjira_thana_oc_0.jpg)
শরীয়তপুরের জাজিরা থানার ওসি আল আমিন। ফাইল ছবি
শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে জাজিরা থানা ভবনের তৃতীয় তলায় তাঁর নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এটিকে প্রাথমিকভাবে ‘আত্মহত্যা’ বলে ধারণা করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, দুপুরে জাজিরা থানার ওসি আল আমিনের মরদেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলতে দেখেন সহকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তিনিসহ অন্য পুলিশ কর্মকর্তারা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার আসল কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর বাকিটা নিশ্চিত হওয়া যাবে।