কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল
উন্নত চিকিৎসার জন্য লন্ডন হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার (৮ জানুয়ারি) লন্ডন ক্লিনিকে বিএনপি প্রধানের চিকিৎসা শুরু হয়। লন্ডনে যেতে রাজকীয় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে এক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে মির্জা ফখরুল কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে চিকিৎসার জন্যে লন্ডনে গেলেন। পথে পথে লাখ লাখ মানুষ বিদায় জানিয়েছেন। আন্তর্জাতিকভাবেও পেয়েছেন সম্মান। কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে। আমাদের যখন যা দরকার তাই পেয়েছি।
বিএনপির মহাসচিব আরও বলেন, ম্যাডামের প্রতি সম্মান জানিয়ে কাতারের আমির যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন সেজন্য আমিরের প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করছি। আমি ধন্যবাদ জানাই ব্রিটিশ সরকারকে, তারা লন্ডনে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন। সেখানে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবসহ যারা আছেন তারা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা শুরু করতে পেরেছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব ইসমাইল জবিহউল্লাহর সভাপতিত্বে ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় সাংবাদিক শফিক রেহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুল, মাহমুদা হাবিবা, বিগত সরকারেরে আমলে নানাভাবে নির্যাতিত অললাইট অ্যাক্টিভিস্ট হুমায়ুন কবীর, রেজাউর রহমান, ফসিউল আলম, কাজল রহমান, শিপন আহমেদ, ওয়াসিম ইফতেখারুল হক প্রমুখ বক্তব্য দেন।