শেরপুরের ঝিনাইগাতীতে কম্বল বিতরণ
শেরপুরের ঝিনাইগাতীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে ভয়েস অব ঝিনাইগাতী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলা শহরের উত্তরণ পাবলিক স্কুল চত্বরে এই কম্বল বিতরণ করা হয়।
ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা জাহিদুল হক মনিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
সংগঠনটির সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আ. মান্নান।
রিচার্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এবং প্রধান গবেষক ড. জাফর ইকবালের পৃষ্ঠপোষকতায় ৫০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটি।