বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ১০৫ টন আতপ চাল আমদানি
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দুই দফায় ভারত থেকে আতপ চাল আমদানির পর নতুন করে আরও ১০৫ মেট্রিক টন আতপ চাল আমদানি করা হয়েছে। আজ রোববার (১২ জানুয়ারি) দুপুরে চাল বহনকারী চারটি ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দরের ইয়ার্ডে প্রবেশ করে।
ভারত থেকে আতপ চাল আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ বলেন, আজ দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে আতপ চাল দেশে আসে। চালগুলো আমদানি করেছেন চট্টগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিংয়ের আমদানিকারক ও মালিক সামসুল আলম।
পরিবহণ ব্যবসায়ী কামরুল হাসান ও রেজাউল করিম রেজা বলেন, চালের গাড়ি বন্দরে প্রবেশের পর গাড়ি সল্পতা দেখা দেয়। এর কারণে আমদানি করা ১০৫ টন আতপ চালের মধ্যে প্রথম দিন ৬০ মেট্রিক টন চাল বন্দর এলাকা থেকে আমদানিকারকের প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। আগামীকাল সোমবার বাকি ৪৫ টন চাল আমদানিকারকের প্রতিষ্ঠানে পাঠানো হবে।
এর আগে ২০২৪ সালের ২৬ নভেম্বর ও ৮ ডিসেম্বর দুই দফায় এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পৃথক ভাবে ২০০ মেট্রিক টন আতপ চাল আমদানি করে আমদানিকারক আল আমিন এন্টারপ্রাইজ ও সালমা ট্রেডিং।