হুইল চেয়ার ছাড়াই হাঁটছেন খালেদা জিয়া
যুক্তরাজ্যের চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। হুইল চেয়ার ছাড়াই হাসপাতালে হাঁটাহাঁটি করছেন বিএনপি প্রধান।
সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার রিপোর্টগুলো আসতে শুরু করেছে। সব রিপোর্ট হাতে পাওয়ার পর সেগুলোর ভিত্তিতে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা। তবে তার শারীরিক ও মানসিক অবস্থা বেশ ভালো রয়েছে।
জাহিদ হোসেন আরও জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে রোববার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি দেখে গেছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই লন্ডন ক্লিনিকে চিকিৎসা চলছে তার।
এদিকে বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানিয়েছেন, প্রতিদিনই খালেদা জিয়ার রুটিন স্বাস্থ্য পরীক্ষা চলছে। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও হাসপাতালে হুইল চেয়ার ছাড়াই হাঁটাহাঁটি করছেন তিনি।
দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন ৮০ বছর বয়সী খালেদা জিয়া। কিন্তু বিদেশে যাওয়ার অনুমতি পাননি। অবশেষে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বুধবার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তিনি।