পাথর উত্তোলনের সময় মাটিচাপায় নিহত শ্রমিক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/13/kompaaniignyj-thaanaa.jpg)
সিলেটে পাথর উত্তোলন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক শ্রমিক। আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলার রেলওয়ের সংরক্ষিত এলাকা থেকে পাথর উত্তোলনকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া উপজেলার বাঘারপাড় গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, প্রশাসনের বারবার অভিযানের পরও পরিবেশ ও সরকারি সম্পত্তি ধ্বংস করে ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার থেকে অবৈধভাবে পাথর উত্তোলন অব্যাহত আছে। সোমবার ঝুঁকিপূর্ণ অবস্থায় অন্যদের সঙ্গে পাথর উত্তোলন করতে গিয়ে মাটিচাপা পড়েন লিটন। পরে তাকে মৃত উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। লিটনের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সোমবার দুপুরে রেলওয়ে বাংকার এলাকায় গিয়ে দেখা যায়, সরকারি স্থাপনার প্রায় সব কিছুই লুট হয়ে গেছে। দরজা, জানালা, টিনের ছাউনিও খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পাথর উত্তোলনের জন্য গভীর গর্ত করে পুরো সংরক্ষিত এলাকাকে তছনছ করে রাখা হয়েছে।