খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন : ডা. জাহিদ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। এখন একাই হাঁটাচলা করতে পারছেন। পরিবারের সবাইকে কাছে পেয়ে তিনি মানুষিকভাবে প্রফুল্ল আছেন বলে জানান বেগম খালেদা জিয়ার চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব মেডিক্যাল রিপোর্ট শুক্রবারের মধ্যে হাতে পাওয়া যাবে বলে জানান জাহিদ হোসেন।
সোমবার (১৩ জানুয়ারি) লন্ডন হাসপাতালের সামনে নিয়মিত ব্রিফিংয়ে ডা. এজেডএম জাহিদ হোসেন একথা বলেন। লন্ডন হাসপাতালের চিকিৎসক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার দেখভাল করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান।
বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শে বেশকিছু শারীরিক পরীক্ষা নীরিক্ষা করা হয় বেগম জিয়ার। কিছু রিপোর্ট পাওয়া গেলেও সবগুলো রিপোর্ট হাতে পেতে এ সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে খালেদা জিয়াকে আপাতত কতদিন হাসপাতালে থাকতে হবে তা ঠিক করবেন চিকিৎসকরা।
লন্ডন ক্লিনিকে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক তদারকি করছেন তাঁর ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৮১ বছর বয়সী বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন।