কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ আটক ২
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন ও বেশকিছু দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক হয়েছে। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) দিনগত রাতে কুমিল্লা আদর্শ সদর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনীর একটি দল।
আটককৃতরা হলেন কুমিল্লা নগরীর ৬নং ওয়ার্ডের জাকির ও লিটন। আজ মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর স্টেশন রোডে বিআরটি ট্রেনিং ডিপো অফিসে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার দিনগত রাতে নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে জাকিরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী লিটন নামে আরেকজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, চাপাতি ও ছুরিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহণ করতে আটককৃত দুজনকে কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।