১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১৭ বছর পর আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কারামুক্ত হয়েছেন। সব মামলায় খালাস পাওয়ার পর আজ দুপুর ১টা ৫০ মিনিটের দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আবু ইউসুফ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবু ইউসুফ বলেন, আদালতের রায়ের কপি আজ কারাগারে এসে পৌঁছানোর পর লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে মুক্তি পান। তাকে বরণ করে নিতে বহু মানুষ সকাল থেকে কারাগারের সামনে জড়ো হয়েছে।
গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন হাইকোর্ট। এদিন ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের ওপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান। এর ফলে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবীরা।
নেত্রকোনা-৪ আসনে (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) বিএনপির সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে বিএনপি নেতাকর্মী, স্বজন ও এলাকার মানুষ আনন্দ-উচ্ছ্বাস করছেন। তার নির্বাচনি এলাকা ছাড়াও ময়মনসিংহ, নেত্রকোনায় অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। নেতার মুক্তির খবরে এলাকা থেকে দলে দলে লোকজন ঢাকায় এসেছেন। কারামুক্তির পর কারা ফটক থেকে বাবরকে বরণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা।
জানা গেছে, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হওয়ার পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন লুৎফুজ্জামান বাবর। সেখান থেকে তিনি ঢাকার নিজ বাসায় যাবেন।