জুনের মধ্যে জাতীয় নির্বাচন চাই : ইকবাল হাসান মাহমুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা জুনের মধ্যে নির্বাচন চাই। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচন দিয়ে চলে যাওয়া। স্থানীয় নির্বাচন করবে নির্বাচিত সরকার।
আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় মৌলভীবাজার জেলার শেরপুরে বাজারে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ৫ তারিখের পর সব জয় হয়েছে মনে করলে ভুল করবেন। কেবল একটা অবস্থার পরিবর্তন হয়েছে মাত্র। সামনে আরও কঠিন সময় আসছে। একটি রাজনৈতিক দল ধর্মের দোহাই দিয়ে রাজনীতিতে নেমেছে। তারা বলে একটা দল খেয়ে গেছে, আরেকদল খেতে মাঠে আছে। এদেরকে প্রশ্রয় দেবেন না।
টুকু বলেন, আল্লাহর বিচার দেখেন খালেদা জিয়া চিকিৎসার জন্য যান কাতারের রাজার স্পেশাল বিমানে। আর শেখ হাসিনা পালিয়ে যায় মাল বহনকারী কার্গো বিমানে। গণভবনের রান্না করা খাবার না খেয়ে খালি পেটে চোরের মতো পালাতে হয়েছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, বিগত ১৬ বছর সারা দেশই ছিল একটি বড় জেলখানা। আমাদের নেতাকর্মীদের গুম, খুন আর হামলা মামলার নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। আপনার আমার নেতা ইলিয়াছ আলী। তাঁর স্ত্রী জানেন না তিনি বিধবা কি না। এই প্রশ্নের উত্তর দেবে শেখ হাসিনা। ইলিয়াছ আলীর মতো হাজার হাজার নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। গুম ও খুনের আগে আয়নাঘরে নিয়ে নির্যাতন চালানো হয়েছে।
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহীন।
জেলা স্বেচ্ছাসেবক দলে যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ ও বিএনপি নেতা হেলাল আহমেদের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, বকশী মিছবাউর রহমান, মুজিবুর রহমান মজনু,মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলে আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েছ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ প্রমুখ।
পরে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুই হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।