গাজীপুরে কারখানার বয়লার বিস্ফোরণে আহত ১২
গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ এ্যাপারেলস্ লিমিটেড নামের কারখানায় বয়লার মেশিন বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন। আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯ টার দিকে কারখানার স্যাম্পল রুমে এ দুর্ঘটনা ঘটে।
কারখানার এডমিন ম্যানেজার এম আর শিপু চৌধুরী বলেন, প্রতিদিনের মতো সোমবার সকালে কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। হঠাৎ কারখানার স্যাম্পল রুমে স্থাপন করা পাঁচ কেজি ধারণক্ষমতার বয়লার বিস্ফোরণ হয়। এতে কারখানার ১২ শ্রমিক আহত হন। এর মধ্যে গুরুতর আহত হয়েছে দুইজন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, সকাল ৮টার দিকে বয়লারটি চালু করা হয়। তবে কর্মীরা খেয়াল করেনি বয়লার পানি পাচ্ছে না। হয়তো ট্যাংকে পানি ছিল না, নয়তো মোটর পানি টানতে পারেনি। এক পর্যায়ে বয়লার পানি না পেয়ে উত্তপ্ত হতে হতে বিস্ফোরিত হয়।