জামায়াত সব সময় সুবিধাবাদী রাজনীতি করে : হাফিজ ইব্রাহিম
জামায়াত সব সময় সুবিধাবাদী রাজনীতি করে। তারা বিএনপিকেও ব্যবহার করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।
আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের মাঠে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন এ বিএনপিনেতা।
হাফিজ ইব্রাহিম বলেন, শিবিরের ছেলেরা ছাত্রলীগে চলে গিয়েছিল, আবার এখন তারা তকমা পরিবর্তন করে জামায়াত হয়েছে। মূলত জামায়াত সব সময় সুবিধাবাদী রাজনীতি করে গেছে।
উপস্থিতি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে হাফিজ ইব্রাহিম বলেন, কে ক্ষমতায় আসবে, না আসবে সেটা পরে। সিদ্ধান্ত নেবে জনগণ। আগামীতে কবে ভোট হবে সেটা আমরা জানি না। আমরা বিএনপি চাচ্ছি এখনই হোক আর যারা ক্ষমতায় আছে তারা এটা পিছাতে চাচ্ছে।
হাফিজ ইব্রাহিম আরও বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। ৫ আগস্ট পর্যন্ত এ দেশে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে হত্যা লুট, গুম, চাঁদাবাজিসহ মানুষকে জিম্মি করে রেখেছে। এ দেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে পরিশুদ্ধ হয়ে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বিএনপি সন্ত্রাসী দল নয়। তার প্রমাণ ৫ আগস্টের পর বোরহানউদ্দিন-দৌলতখানে আওয়ামী লীগের একটি বাড়িতে হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।
জামায়াতে ইসলামি বর্তমানে বিএনপির বিষোদগার করছে। দলীয় নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে হাফিজ ইব্রাহিম বলেন, তারা ক্ষমতায় যেতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে মরিয়া হয়ে উঠছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে সিনিয়র সহসভাপতি সরোয়ার আলম খান স্বাগত বক্তব্য দেন।
উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম খানের সঞ্চালনায় সভায় ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান হাওলাদার, শহিদুল আলম নাছিম, হুমায়ন কবির সেলিম, নেছারউদ্দিন বাহার, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মো. আজম, উপজেলা যুবদলের আহ্বায়ক সিহাবউদ্দিন হাওলাদার, কৃষক দলের সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত, মহিলা দলের সাধারণ সম্পাদক ইসরাত জাহান বনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসিফ আলতাফ রুবেল, মৎস্যজীবী দলের আহ্বায়ক ফরিদ নক্তি, ছাত্রদলের সদস্য সচিব তানজিল হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।