সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে অধ্যাদেশের গেজেট প্রকাশ
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করতে অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে মন্ত্রণালয়ের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে এটি প্রকাশ করা হয়। এর আগে আজ বিকেলে অধ্যাদেশ জারির বিষয়টি নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
উপদেষ্টা বলেন, অধ্যাদেশে উচ্চ আদালতে বিচারক নিয়োগে একটি কাউন্সিলের বিধান করা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের দুজন বিচারক (একজন অবসরপ্রাপ্ত ও একজন কর্মরত), হাইকোর্টের দুজন বিচারক এবং অ্যাটর্নি জেনারেল নিয়ে ছয় সদস্যের এই কাউন্সিল গঠন করা হবে।
এ কাউন্সিল নিজ উদ্যোগে সম্ভাব্য প্রার্থীদের নাম সংগ্রহ করবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, একই সঙ্গে যেকোনো মানুষ, যেকোনো আইনজীবী যাতে নিজের ইচ্ছায় আবেদন বা কারও নাম প্রস্তাব করতে পারেন, সেই ব্যবস্থা আছে। এই কাউন্সিল প্রাথমিক যাচাই-বাছাই করার পর সাক্ষাৎকার নেবে। এই কাউন্সিলের নাম হবে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল।
আসিফ নজরুল আরও বলেন, উচ্চ আদালতে স্বচ্ছ প্রক্রিয়ায় অভিজ্ঞ, দক্ষ ও দলনিরপেক্ষ এবং প্রকৃত যোগ্য ব্যক্তিরা বিচারক হিসেবে নিয়োগ হবে—এমন একটি চাহিদা সমাজে বহু বছর ধরে ছিল। এখন এ বিষয়ে আইন হয়েছে। একটি স্বচ্ছ ও জবাবদিহি প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারকেরা নিয়োগ পাবেন বলে আশা করি।
সুপ্রিম কোর্টের পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার দাবি সমাজে দীর্ঘদিন ধরে আছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এটি একটি জাতীয় ঐকমত্যে পরিণত হয়েছে। এটির উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। একটু সময় লাগছে খুঁটিনাটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য।
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে উপদেষ্টা বলেন, এটার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। খুঁটিনাটি দিক পরীক্ষা করার জন্য সময় লাগছে। স্থায়ী প্রসিকিউশন সার্ভিস প্রতিষ্ঠা করতে আইন প্রণয়নের কাজ শুরু করেছি। সম্ভবত এক মাসের মধ্যে এটা আমরা করতে পারবো। তবে সংবিধানের সঙ্গে সংঘর্ষ হয় এমন কোন সংস্কার আমরা করছি না।