খুবি শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলা
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী অর্ণব কুমার সরকার হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের বাবা নিতিশ কুমার সরকার ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে খুলনা সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি করেন। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) রাতে মামলাটি করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মামলার জন্য নিহত অর্ণবের বাবাসহ পরিবারের কয়েকজন সদস্য থানায় আসেন। মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে যে তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল, তাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মনিরুজ্জামান মিঠু বলেন, হত্যাকাণ্ডে যদি তাদের সম্পৃক্ততা না থাকে, তাহলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের কেডিএ অ্যাভিনিউয়ের তেঁতুলতলা মোড়ে খুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকারকে গুলি করে হত্যার ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, অর্ণব মোটরসাইকেলে হেলান দিয়ে চা পান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে তার মাথায় গুলি করে পালিয়ে যায়।
এদিকে নিহত শিক্ষার্থী অর্ণবের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই হত্যার ঘটনায় আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির দুই নম্বর ক্যাম্পাসের সামনে (তেঁতুলতলা মোড়ে ) মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।