বিজিবি ৪৭ ব্যাটালিয়নের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কুষ্টিয়ায় নানা আয়োজনে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে মিরপুর বিজিবির সেক্টরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারফুল আবেদিন।
এ সময় জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর কেক কেটে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিরা।