সায়েন্সল্যাব মোড় অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের
রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন তারা।
ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের জানান, পাঁচ দাবিতে তারা ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে দেখা করতে যান। এসময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এর প্রেক্ষিতে তারা সড়ক অবরোধ করেন।
ডিএমপির সহকারী কমিশনার (নিউমার্কেট জোন) তারিক লতিফের জানান, সন্ধ্যার দিকে কিছু শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড় অবরোধ করে। ফলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
অবরোধকারী শিক্ষার্থীরা আরও জানান, ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ এসে প্রকাশ্যে ক্ষমা চাইলেই আমরা সড়ক ছাড়ব।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৯টার দিকেও সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পাঁচ দাবি হলো—
১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।
২. সাত কলেজের শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।
৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।
৪. সাত কলেজের ভর্তি পরীক্ষায়-নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।
৫. সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে।