গণতন্ত্র পুনরুদ্ধারে সব শহীদদের সম্মান দিতে হবে : সাইফুল ইসলাম
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, বিশ দিন আন্দোলন করে আজ কেউ কেউ সকল কৃতিত্ব নিতে চাচ্ছেন। এই আন্দোলনে গুটি কয়েক মানুষ অংশ নেয়নি। সাধারণ জনগণের অংশগ্রহণেই এই জুলাই বিপ্লবের পূর্ণতা আসে। পৃথিবীর ইতিহাসে ২০ দিনে কোনো বিপ্লব সংগঠিত হয়নি। দেড় দশকে যারা গণতন্ত্র পুরুদ্ধারের জন্য যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, তাদের সবাইকে সম্মান দিতে হবে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মীরহাজীরবাগ আফতাব উদ্দিন রোডে ৫১ নং ওয়ার্ড পশ্চিম দোলাইপাড় ইউনিট এবং ৫ নং ইউনিটের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ৩১ দফার আলোকে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম এসব কথা বলেন।
সাইফুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্রনেতারা ক্ষমতার মসনদে বসে রাজনৈতিক দল করার চেষ্টা করবেন। আবার চুপচাপে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে অন্য রাজনৈতিক দলগুলোকে ইন্ধন দেবেন তা শিষ্টাচারের মধ্যে পড়ে না। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাকা নিয়ে ডিস্ট্রিবিউট করবেন, সংগঠক হবেন ভালো কথা কিন্তু রাজনৈতিক দল করতে হলে সব কিছু ছেড়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের মতো মাঠে আসুন, কর্মসূচি দিন। রাজনৈতিক ঐক্যের মাঝে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করবেন না।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক বলেন, হঠাৎ করেই রেমিট্যান্স বাড়ছে। এর ভিতর কী আছে তা খুঁজে বের করতে হবে। কারা এত টাকা পাঠাচ্ছেন। কী উদ্দেশ্যে পাঠাচ্ছেন! গত দুই মাসে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক টাকা আসছে। এগুলো কোনখাতে ব্যবহার করার জন্য? এসব টাকা কাদের পিছনে ব্যয় হচ্ছে? ইদানীং দেশে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটছে। তাই কোন কারণে, কোন দেশ থেকে টাকা আসছে তা খুঁজে বের করতে হবে।
৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন শ্যামপুর থানা বিএনপির নেতা মো. সালাউদ্দিন রতন, সানাউল্লাহ সানু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য তরিকুল ইসলাম পলাশ, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, ৫১ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মফিকুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক মো. মমিন মিয়া, ৫১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মরহুম আব্দুল মান্নানের সহধর্মিণী সোনিয়া বেগম, স্বেচ্ছাসেবক দল শ্যামপুর থানার যুগ্ম আহ্বায়ক কামাল হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।