যুবদলনেতাকে হত্যাচেষ্টা, কলারোয়ায় রোমেল-রঞ্জু বাহিনীর বিরুদ্ধে মামলা

কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামানউদ্দিন টুটুলকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভুক্তভোগী টুটুলের বাবা বিএনপিনেতা মো. শফিউদ্দিন মন্টু রোমেল-রঞ্জুরসহ কয়েকজনের বিরুদ্ধে এ মামলা করেন।
আজ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন।
থানা সূত্রে জানা গেছে, খালিদ মঞ্জুর রোমেল ও আরিফুর রহমান রঞ্জু ও দেবুকে এজহার নামীয় আসামি করে আরও চার-পাঁচজনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির নাম ভাঙিয়ে এই বাহিনী কলারোয়ায় চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ, লুটপাটসহ নানা ধরনের অপকর্ম করে আসছে। প্রভাবশালী এই বাহিনীর বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিল না।
গতকাল বুধবার দুপুরে জামানউদ্দিন টুটুলকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে রোমেল-রঞ্জুর নেতৃত্বাধীন বাহিনী। হত্যার উদ্দেশ্যে টুটুলের ওপর এই হামলা হয়। উপজেলার যুগিবাড়ি নদীতে মাটিকাটাকে কেন্দ্র করে খালিদ মন্জুর রোমেল ও আরিফুর রহমান রঞ্জুর নেতৃত্বে এই হামলা হয়। এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে টুটুলকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় তিনটা সেলাই দিয়ে চিকিৎসকরা বিশ্রামের জন্য বাড়িতে পাঠান। পরবর্তী সময়ে মাথা ঘুরি পড়ে গেলে পুনরায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক।
কলারোয়া থানার ওসি শামসুল আরেফিন বলেন, এ বিষয়ে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অভিযোগ করেছেন। তাদের বিরুদ্ধে আগেও অভিযোগ আছে। তাদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।