সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১
সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে সেলিম রেজা (৪৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় অন্তত আরও পাঁচ যাত্রী আহত হন।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিণচড়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে পড়ে।
নিহত সেলিম রেজা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চাঁদপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, সকালে ঘন কুয়াশার মধ্যে রত্না পরিবহণের যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে নাটোর যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। এতে এক যাত্রী নিহতসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।