ঝিনাইদহে মেহেগনি বাগান ঘিরে রেখেছে যৌথবাহিনী
ঝিনাইদহ জেলা শহরের কাছে কুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি মেহগনি বাগান ঘিরে রেখেছে যৌথবাহিনীর সদস্যরা। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর থেকেই ওই মেহগনির বাগানের চার পাশে অবস্থান নেয় যৌথ বাহিনীর সদস্যরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) ওই মেহগনি বাগান থেকে একটি গ্রেনেড উদ্ধার করে যৌথ বাহিনী। এখনও তারা অবস্থান নিয়ে আছে। তবে ওই এলাকায় সংবাদকর্মীদের কাউকে ঢুকতে দিচ্ছেন না তাঁরা।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই বাগানে বোম আছে এমন খবর পেয়ে যৌথবাহিনী বাগানের চারপাশে অবস্থান নেয়। তবে কী ধরনের বোম রয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি যৌথবাহিনী।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, ঘটনাটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। আসলে কী আছে সেখানে সে বিষয়ে সঠিক কোনো তথ্য এখনও পাওয়া যাচ্ছে না। আশপাশের বাড়িঘর থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে। লাল পতাকা দিয়ে মেহগনি বাগানটির সীমানা আটকে দেওয়া হয়েছে। বাগানটির মালিক মৃত হাবিবুর রহমান।