‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে শীর্ষ দূষিত শহর ঢাকা
রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা কমছেই না। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে রয়েছে শহরটি। আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সকাল ৮টায় ঢাকার একিউআই স্কোর ২৫৩। বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।
একিউআই সূচক অনুযায়ী, আজ ২৪৪ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কিরগিজস্তানের বিশকেক। তৃতীয় অবস্থানে ইরাকের বাগদাদ, স্কোর ২৩৬। চতুর্থ ও পঞ্চমে যথাক্রমে ভারতের দিল্লি, স্কোর ২২৫ এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা, স্কোর ২১২।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।