উত্তরা পশ্চিম থানার এসআই ক্লোজড
তিন শিক্ষার্থীকে আটকের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদকে ক্লোজড করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। পরে ওই এসআইকে ক্লোজড করা হয়।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আহম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এসআই আবু সাঈদকে ক্লোজড করা হয়েছে।
এর আগে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কে মঙ্গলবার বিকেলে একটি মিটিংয়ের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র ও নাগরিক কমিটি। মিটিং চলাকালে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদের নেতৃত্বে একটি টিম সেখানে থাকা আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন ছাত্রকে চাঁদাবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাদের উত্তরা পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়।
আটক হওয়া ওই ছাত্ররা হলেন—আইইউবিএর ছাত্র আসিফুল হক রবিন, উত্তরা টাউন ডিগ্রি কলেজের আকাশ ও গাজীপুরের বিএএসটির ছাত্র বাপ্পি।
এ ঘটনা জানাজানি হলে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উত্তরা পূর্ব থানায় যায়। সেখানে থেকে পরে শিক্ষার্থীরা উত্তরা পশ্চিম থানায় যায়। তারা সেখানে গিয়ে প্রথমে থানা ঘেরাও করে। এরপর বাইরে থেকে থানায় ইট-পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়।