হত্যার বিচার দাবিতে খেয়া বন্ধ করে মানববন্ধন

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে গৃহবধূ হত্যার বিচার দাবিতে খেয়া পারাপার বন্ধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে করে কয়েকটি জেলা উপজেলার মানুষ ভোগান্তিতে পরে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে হাসিনা বেগম নামে ওই গৃহবধূর হত্যাকারীদের বিচার দাবিতে কীর্তনখোলা নদীর চরকাউয়া-বরিশাল খেয়া পারাপার বন্ধ করে এলাকাবাসী।
মানববন্ধনে উপস্থিত স্থানীয়রা বলেন, গত ৩ ফেব্রুয়ারি সোমবার চরকাউয়া মাঝিমাল্লা সমিতির সাবেক সভাপতি উমর আলীর স্ত্রীর লাশ খাল থেকে উদ্ধার করে বন্দর থানা পুলিশ। ওই ঘটনায় মামলা দায়ের হলেও হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন দাঁড়িয়েছে তারা। এদিকে ঘণ্টাব্যাপী চরকাউয়া খেয়া পারাপার বন্ধ থাকায় বিপাকে পড়ে দূর দূরান্তের মানুষ। ভোলা থেকে বরিশালে চিকিৎসার জন্য আসা আবুল মল্লিক বলেন, বৃদ্ধ বাবাকে নিয়ে খেয়াঘাটে প্রায় একঘণ্টা যাবত বসে আছি। মানববন্ধনের জন্য খেয়া পারাপার বন্ধ রয়েছে।
এবিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, হাসিনা বেগম নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আসামি ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে।