ফেনীতে আ.লীগের সাবেক এমপি নাসিমের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে বিক্ষুব্ধ জনতা।
গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কয়েকশ মানুষ ফেনীর বিমানবন্দর সড়কে নাসিমের বাড়িতে ভাঙচুর চালায়। একপর্যায়ে বাড়িতে অগ্নিসংযোগ করে তারা।
বিক্ষুব্ধ ছাত্র-জনতার দাবি, আলাউদ্দিন নাসিম ফেনীতে আওয়ামী সন্ত্রাসের হোতা ছিল। রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে তিনি বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন।
এর আগে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা বাড়িটিতে ভাঙচুর চালায়। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল।