চ্যালেঞ্জ-সংকট মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের ছয় মাস পূর্তি
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পূর্ণ হয়েছে। গেল বছরের ৮ আগস্ট একটি ভঙ্গুর অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। এ সময়ের মধ্যে সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তবে জাতীয় নির্বাচন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বেশ কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণ করার সময় দেশে একটি অস্বাভাবিক অবস্থা চলছিল। তিন দিন কোনো সরকার ছিল না। পুলিশ বাহিনী পুরোপুরি নিষ্ক্রিয় ও জনপ্রশাসনে চলছিল চরম বিশৃঙ্খল অবস্থা। আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করা নতুন সরকারের ওপর প্রধান চাপ ছিল।
এদিকে, দীর্ঘদিনের বৈষম্য বিলোপ আর অধিকারের আন্দোলনে একের পর এক সংস্থা ও গোষ্ঠীর মাঠের তৎপরতায় বেসামাল হয়ে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি। আনসার, সংখ্যালঘু, রিকশা শ্রমিকদের আন্দোলনেও সরকারবিরোধী ইন্ধনের উপস্থিতি পায় গোয়েন্দা সংস্থা।
এ সময় দেশব্যাপী অশান্তি প্রশমিত করতে পুলিশ বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও মোতায়েন করে অন্তর্বর্তী সরকার। তবে বিভিন্ন পদক্ষেপ নিলেও গুম, বিচারবহির্ভূত হত্যা ও আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার দ্রুত বাস্তবায়ন না হওয়ায় সমালোচনা রয়েছে।
অর্থনৈতিক পুনরুদ্ধার ও চ্যালেঞ্জ
সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি পুনরুদ্ধারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরেছে এবং রিজার্ভের পতন থেমেছে। তবে রাজস্ব আয়ে ঘাটতি, বিদেশি বিনিয়োগে স্থবিরতা ও কর্মসংস্থান সৃষ্টির অভাব এখনও উদ্বেগের কারণ। শিল্পের মূলধনি যন্ত্রপাতির আমদানি কমে যাওয়ায় উৎপাদন খাতেও স্থবিরতা দেখা দিয়েছে।
বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেনের মতে, আন্তর্জাতিক লেনদেন ভারসাম্যে কিছু উন্নতি দেখা গেলেও সামগ্রিক অর্থনীতিতে সাফল্য সীমিত।
এদিকে, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া সত্ত্বেও বাজার নিয়ন্ত্রণ করা যায়নি। খাদ্যে মূল্যস্ফীতি এখনও ১০ শতাংশের ওপরে।
তবে সংস্কার প্রস্তাবনা অর্থনৈতিক পুনরুদ্ধার চেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা রেজওয়ানা হাসান এনটিভিকে বলেন, ‘আমরা যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করছি, যে শক্তি নিয়ে, অন্য কোনো সরকারকে ওই চ্যালেঞ্জগুলো এরকম ভঙ্গুর পরিবেশে কিন্তু মোকাবিলা করতে হয়নি। ১৬ বছরের নিপীড়নমূলক শাসন আবর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা মনস্তত্ত্ব হয়ে যায়, তারাই কিন্তু এই ছাত্র-জনতার সঙ্গে মুখোমুখি অবস্থানে ছিল। সেখানে তাদের নৈতিক মনোবল ভেঙে যাওয়ার একটা ব্যাপার আছে।
আন্তর্জাতিক সম্পর্ক
অন্তর্বর্তী সরকারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন এবং সমর্থন পাওয়া একটি বড় চ্যালেঞ্জ, বিশেষত রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য। একইসঙ্গে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি, শক্তিধর রাষ্ট্রগুলো ও প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সীমান্ত বিতর্কের সমাধান করে সুসম্পর্ক বজায় রাখা।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, গত ছয় মাসে বাংলাদেশ বিদেশি দেশগুলোর কাছে এই বিশ্বাস অর্জন করেছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ সঠিক পথেই আছে।
সামগ্রিক মূল্যায়ন
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ১৩৬টি আন্দোলন মোকাবিলা করেছে। অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে কিছু পদক্ষেপ নেওয়া হলেও, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এ ছাড়া জাতীয় নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর চাপের মুখে সরকার। নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করলেও সুনির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেনি। তবে সম্ভাব্য সেই সময় ধরে ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুনঃনির্ধারণ কাজ করছে নির্বাচন কমিশন।
এদিকে গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র না হওয়ায় অসন্তোষ বৈষম্যবিরোধী ছাত্রদের। সম্প্রতি শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ভাষণকে কেন্দ্র করে ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুর এবং সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় বিভিন্ন মহলে। সর্বোপরি, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হলেও, অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।