শেখ হাসিনার উসকানিতে বিক্ষুব্ধ জনতা ধানমণ্ডির বাড়ি ভেঙেছে : নুর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/kishoreganj_-_nurul_haque_nur_picture_-_02.jpg)
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ভারতে বসে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির জন্য পতিত স্বৈরাচার শেখ হাসিনা এ দেশের আওয়ামী লীগের নেতা-কর্মীদের উসকানি দিচ্ছে। অথচ উনিসহ মূল নেতারা সবাই দেশ থেকে নিরাপদে পালিয়ে গেছেন। তাদের এই অপতৎপরতায় জাতি বিক্ষুব্ধ হয়ে তাদের রাজনীতির তীর্থভূমি ধানমণ্ডি-৩২ নম্বরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যদিও একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে ও একজন শান্তিপূর্ণ মানুষ হিসেবে আমি কখনো সংঘাত-সহিংসতাকে সমর্থন করি না।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরে স্থানীয় ঈদগাহ ময়দানে গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর এসব কথা বলেন।
বিগত ১৫ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অত্যাচার ও নির্যাতনের বিবরণ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, আওয়ামী লীগের মতো গণহত্যাকারী ফ্যাসিস্ট দল নিষিদ্ধ না করা হয় তবে ভবিষ্যতে বাংলাদেশে আবারও ফ্যাসিস্ট ও স্বৈরাচার জন্ম নেবে।
নুরুল হক নুর নাম না করে অন্য একটি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বাকিদের অবদান অস্বীকার করে যারা একা ফায়দা লুটতে চায়, তাদেরকে আওয়ামী লীগের পরিণতির কথা মাথায় রাখতে হবে।
গণঅধিকার পরিষদের সভাপতি আজ থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টকে সমর্থন ও স্বাগত জানিয়ে এর সফলতা কামনা করেন।
পাকুন্দিযা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদুলের সভাপতিত্বে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মামুন।
বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে হাজির হয়।