আশুলিয়ায় বাসা থেকে দম্পতির মরদেহ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/asulia.jpg)
আশুলিয়ায় বাসা থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে জামগড়ার কাঁঠালতলা এলাকার ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত দম্পতি ‘দ্য রোজ’ নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তারা হলেন—বরগুনার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন এবং একই জেলার পাথরঘাটা থানার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা।
স্থানীয়রা জানান, প্রায় পাঁচ মাস ধরে আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন শাওন-হাফিজা দম্পতি। গতকাল রাতে কারখানার কাজ শেষ করে তারা বাসায় আসে। পরে রাতে প্রতিবেশীরা তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
বাড়িওয়ালা আফাজ উদ্দিন বলেন, ‘অন্য ভাড়াটিয়া মারফত জানতে পারি, শাওন ও হাফিজা দম্পতিদের লাশ ঝুলছে। আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।’
দম্পতির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।
নূরে আলম সিদ্দিকী বলেন, আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি মরদেহের সুরতহাল করেছেন। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।