ধানমন্ডি-৩২ ভাঙার প্রতিশোধ নিতে আমার বাড়ি পোড়ানো হয়েছে : কাফি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/kaaphi_haamlaa_chbi.jpg)
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বলেছেন, আমি আজ লজ্জিত আমার বাবার এই মাসের অবসরে যাওয়ার সময় তার সব কাগজপত্র আমার কারণে পুড়ে গেছে। আজকে আমার জন্য এই ঘর পোড়া হয়েছে, নিজেকে লজ্জিত ভাবছি আমি, কি করেছি, স্বৈরাচারের বিপক্ষে আমি কথা বলেছি। স্বৈরাচারের বিরুদ্ধে আমি জীবনের ঝুঁকি নিয়ে লড়েছি, দেশের মানুষের জন্য আমি কথা বলেছি, শেখ হাসিনা তো বলেছেনই ধানমন্ডি ৩২ যারা পুড়িয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। আর তাই ধানমন্ডি ৩২ ভাঙার প্রথম প্রতিশোধ হিসেবে আমার বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাজপাড়া গ্রামের পোড়া বাড়ির সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
নুরুজ্জামান কাফি বলেন, ‘আমার পেছনে এখানে দাঁড় করানো বড় একটি ঘর ছিল। এখন এখানে কোনো কিছু নাই। তাহলে আমি বলব এই বিপ্লবী সরকার, আমরা যে বিপ্লব ঘটিয়েছি, বিপ্লব ঘটিয়ে একটি সরকার গঠন করে দিলাম, আমি ফ্রন্টে থেকে স্লোগান দিয়েছি। সেই ভিডিও ফুটেজ এখনো আছে, আমার ঘরই যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করল? কি প্রটেক্ট দিল? তিন চারদিন আগে ধানমন্ডি ৩২ নাম্বার যেখানে ভেঙে ফেলা হয়েছে সেখানে আমি ফ্রন্টে ছিলাম। বুলডোজারের উপরে উঠে আমি স্লোগান দিয়েছি। দেশের মানুষের জন্য স্লোগান দিয়েছি, বাঙালির জন্য স্লোগান দিয়েছি।’
অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে নুরুজ্জামান কাফি আরও বলেন, ‘আমি অন্তবর্তী সরকারকে বলতে চাই, সাত দিন টাইম, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে বিচারের আওতায় এনে সাত দিনের মধ্যে পোড়া মালামাল সরিয়ে নতুনভাবে আমার এই ঘর শুরু করতে হবে। সাত দিনের মাথায় এই কাজ যদি না করা হয় তাহলে আমি রাজপথে দাঁড়াব। আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিএসসিতে যেতে হবে না, আমাকে প্রেসক্লাবের সামনে যেতে হবে না, সচিবালয়ের সামনে যেতে হবে না। আমার পোড়া ঘরের সামনে এখানে দাঁড়াব, এখানে দাঁড়ালে টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে।’
নুরুজ্জামান কাফি বলেন, ‘বিপ্লব করে শেখ হাসিনাকে সরিয়েছি, আমিসহ আমরা সবাই মিলে, তবে শেখ হাসিনা ভারতবর্ষে থেকে আগুন এখানে ধরিয়ে দেননি। ছাত্রলীগ এখনো পোস্ট করে, আমার ঘরে আগুন জ্বলে আর তারা বলে সমান সমান হয়ে গেছে, তুমি ধানমন্ডি পুড়িয়েছো তারা তোমার বাড়ি পুড়েছে, তাহলে এই বিপ্লবী সরকার, তার কাজটা কি? ফ্রন্টে থেকে আমরা আন্দোলন করলাম আমাদের ঘরবাড়ি নেই, আর নিরীহ মানুষের কি থাকবে? আমার কথা কাট টু কাট, আমি প্যাঁচাই না, ভাই আমি দেশের মানুষের নিরাপত্তা চাই, আমার নিরাপত্তা চাই। এই সরকারের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলছে।’
নুরুজ্জামান কাফির বাবা এবিএম হাবিবুর রহমান জানান, বাইরে থেকে দরজা আটকে এ আগুন দেয়া হয়, তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেড়েছেন। আগুনে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় তাদের।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, ওই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।