জনগণ চায় দ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর : গয়েশ্বর চন্দ্র
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/lalmonirhat_bnp_news_pic.jpg)
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণ চায় দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট শহরের রেলওয়ে মুক্তমঞ্চে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক জনসমাবেশে তিনি এ কথা বলেন।
লালমনিরহাটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলার দাবিতে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের সব আশা যেন কুয়াশায় ঢাকা। এই কুয়াশা থেকে বেরিয়ে আসতে হবে। ছাত্রদের কোটা সংস্কার থেকে শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলনের ফাঁকে বিএনপি ঢুকে পড়েছে। এ পর্যন্ত বিএনপি কোনো ভুল করেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন। কৃষক তাঁর উৎপাদিত ফসলের মূল্য পায়নি। সিন্ডিকেটের মাধ্যমে বাজার অস্থিতিশীল করা হচ্ছে। এজন্য ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলেও এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি না। এ দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা রাজনৈতিক নেতাদের সম্মান দিতে জানেন না।
জেলা বিএনপির আয়োজিত জনসমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। এ ছাড়া জেলা বিএনপির সব স্তরের নেতারা উপস্থিত ছিলেন।