ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে শীর্ষে করাচি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/air-pollution_unb03.jpg)
ঢাকার বায়ুমানের কিছুটা উন্নতি হয়েছে। গত কয়েকদিন বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়তে থাকলেও আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ১৪তম স্থানে রয়েছে শহরটি। তবে আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সকাল ৮টায় ঢাকার একিউআই স্কোর ১৫৪। তালিকার শীর্ষ স্থানে রয়েছে করাচি।
বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।
একিউআই সূচক অনুযায়ী, আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে থাকা পাকিস্তানের করাচির স্কোর ২১৭। দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, স্কোর ১৯৯। তৃতীয়, চতুর্থ ও পঞ্চমে রয়েছে যথাক্রমে ১৮৭ স্কোর নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুন, ১৭৪ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর ও ১৮০ স্কোর নিয়ে পোল্যান্ডের ক্রাকুফ।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/13/air_pollution_inner.jpg)
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।