পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় সীমান্ত পিলার ৩৬৬/২-এস এর কাছে মানিকখাড়ী নামক স্থানে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের মানিকখাড়ী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে তাদের হরিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীন বেতনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬৬/১-এস এর বিপরীতে ভারতের অভ্যন্তরে ৭২ বিএসএফ ব্যাটালিয়নের কাদেরগঞ্জ ক্যাম্পের টহলদল অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি নাগরিক শ্রী বিকাশ শীল (২২) এবং শ্রী পূর্ণ নাথ (২৬)-কে আটক করে। তারা দুজনই ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার যোগীপাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনার সময় তাদের সঙ্গী আরও তিনজন বাংলাদেশি নাগরিক ঘটনাস্থল হতে বাংলাদেশের দিকে পালিয়ে যায় বলে বিএসএফ বিজিবিকে জানায়। ওই ঘটনার খবর পাওয়ার পর বিএসএফ-এর কাছে আটক বাংলাদেশি নাগরিকদের ফেরত আনার বিষয়ে বিজিবি প্রতিপক্ষ বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল মুঠোফোনে এনটিভি অনলাইনকে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে বিএসএফের ফেরত দেওয়া দুই ব্যক্তিকে থানায় নিয়ে এসেছেন বিজিবি সদস্যরা। পরে তাদের নামে মামলা হয়েছে। আগামীকাল তাদের আদালতে তোলা হবে।