রূপপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২০ ঘর ভাঙচুর ও লুটপাট
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/rupganj_news_pic.jpg)
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর ভাঙচুর করে দরজা ও জানালা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহম্পতিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে।
এ সময় দুর্বৃত্তরা প্রকল্পে বসবাসরত লোকজনদেরকে আশ্রয়ণ প্রকল্পের ঘর ছেড়ে চলে যেতে হুমকি দিলে তারা পরিবারের লোকজন নিয়ে ঘর ছেড়ে চলে যায়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম, সেনাবাহিনীর একটি দল ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
সহকারী কমিশনার জানান, বৃহস্পতিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত দড়িকান্দি এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে হামলা চালায়। এ সময় হামলাকারীরা প্রকল্পে থাকা ২০ ঘর ভাংচুর করে ঘরের দরজা জনালাসহ ঘরের ভিতরে থাকার বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায়। হামলাকারী আশ্রয়ন প্রকল্পে থাকা পরিবারগুলোকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আজ দুপুরে বিষয়টি জানতে পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি দল, সেনাবাহিনীর একটি দল ও রূপগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়ে সেটা পুলিশ তদন্ত করে দেখছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।