ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর বৈঠক ঐতিহাসিক ঘটনা : প্রেস সচিব

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে। এটা প্রস্তুতিমূলক সভা। এ বৈঠকে ২৬ দল ও জোটের ১০০ জনের মতো নেতা অংশ নিয়েছেন। আমরা যতগুলো দলকে আমন্ত্রণ জানিয়েছি সবাই এসেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির সামনে উপস্থিত সাংবাদিকদের প্রেস সচিব একথা বলেন।
আমন্ত্রিত দল ও জোটের বিষয়ে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক কমিটি, এলডিপি, এবি পার্টি, হেফাজতে ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস, ডেমোক্রেটিক লেফট ইউনিটি, লেবার পার্টি, বাংলাদেশে জাসদ, গণঅধিকার পরিষদ, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, জমিয়তে উলামায়ে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিশ, জাতীয় মুক্তি কাউন্সিল, গণফোরাম, আমজনতার দল, লেফট ডেমোক্রেটিক এলায়েন্স ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই বৈঠকে অংশ নিয়েছে।