কুয়েটে সংঘর্ষ : অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। কুয়েট প্রশাসনের নিরাপত্তা পরিদর্শক মো. মনিরুজ্জামান লিটন বাদী হয়ে এ মামলা করেন। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে খানজাহান আলী থানায় এ মামলা করা হয়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এজাহারে বলা হয়েছে, গত মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং পরদিন বুধবার রাত সাড়ে ১০টার দিকে অবৈধভাবে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনাধিকার প্রবেশ করে লাঠিসোটা, ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে সাধারণ ছাত্রদের গুরুতর আহত এবং ভাঙচুর করে ক্ষতিসাধন করা হয়েছে।
কুয়েটের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি ঘোষণা করেছে।
এর আগে গত মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা ‘ছাত্র রাজনীতির ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই’, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’—এমন বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে।