মডেল মসজিদগুলোর ইমামদের বিষয়ে নীতিমালা হবে : ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা উদ্যোগ নিয়েছি মডেল মসজিদগুলোর ইমামদের বিষয়ে একটা নীতিমালা করব। তাদের সম্মানজনক বেতন ভাতা, উৎসব ভাতা দেওয়া হবে। আর যেসব মসজিদ জনগণ প্রতিষ্ঠা করেছে, সেসব মসজিদে আর্থিক সমস্যা থাকলে আলোচনা মাধ্যমে সম্মানজনক ভাতা নির্ধারণ করতে ডিসি-ইউএনওদের প্রতি অনুরোধ করব। আমরা দায়িত্বে থাকার সময়ে এসব করে যেতে পারব বলে আশা করি।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নাটোরের লালপুরে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘আলেম উলেমাদের প্রতি মানুষের ধারণাটা একটু নিচু। যারা আমাদের নামাজ পড়ান, কুরআনের তালিম দেন, তাদের আমরা নিচুতে ফেলে রাখলে, আমরা কোনোদিন বড় হতে পারব না। তাই আমাদের মাইন সেট আপ পরিবর্তন করতে হবে। আমাদের আলেম উলামাদের সম্মান দিতে হবে।’
ধর্ম উপদেষ্টা বলেন, ‘নামাজ মানুষকে অন্যায় ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। তাই আমরা চাচ্ছি, আমাদের সমাজ অপরাধ মুক্ত সমাজ হোক। আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধের বিরাজ ঘটুক এবং আমাদের সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে বিরাজ করুক। আর অন্তরে যদি হিংসা থাকে তাহলে মানবিক গুণাবলি বিরাজ করে না। আর অন্তরকে যদি সব ধরনের ময়না থেকে পবিত্র রাখতে পারি, তাহলে এই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে।’
এসময় নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাটোর পুলিশ সুপার আমজাদ হোসেন, পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফছার উদ্দিন, মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান প্রমুখ।