‘জুলাই যোদ্ধা’ তালিকার গেজেট প্রকাশ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের লোগো
জুলাই অভ্যুত্থানে আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে ১ হাজার ৪০১ জনের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তালিকায় অতি গুরুতর আহত ৪৯৩ জনকে ‘ক’ শ্রেণি এবং গুরুতর আহত ৯০৮ জনকে ‘খ’ শ্রেণির অন্তর্ভুক্ত করা হয়েছে।
গেজেটে ‘জুলাই যোদ্ধাদের’ মেডিকেল কেস আইডি, নাম, পিতা–মাতার নাম ও স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে।
গত ১৫ জানুয়ারি জুলাই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরবর্তীতে আহতদের ধরন ভেদে ‘গ’ শ্রেণির তালিকাও প্রকাশ করা হবে বলে জানায় সরকার। তালিকা ধরে ‘জুলাই শহীদ’ ও ‘জুলাই যোদ্ধাদের’ আর্থিকভাবে সহায়তা করবে সরকার।
‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি পাওয়া জুলাই অভ্যুত্থানে আহতদের তালিকা—