জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিচ্ছে বিএনপি। দলটির পক্ষ থেকে দুই সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এ কথা জানান। তিনি বলেন, বিকেল চারটার মধ্যে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাবেন।
এর আগে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচজনকে আমন্ত্রণ জানানো হয়।
আজ বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তরুণদের বহুল আলোচিত নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ ঘটছে। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।