টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় শিশু-কিশোরদের সাইকেল উপহার

নোয়াখালীর সুবর্ণচরে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় শিশু-কিশোরদের সাইকেলসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়েছে। আজ শনিবার (১ মার্চ) সকাল ৯টায় সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের হাজী আব্দুর রশিদ জামে মসজিদ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরেরা যেন প্রকৃত সালাত আদায়কারী হয়ে উঠতে পারে, সেজন্য এই আয়োজন। পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে গড়ে তোলার জন্য নিয়মিত হাজিরার ভিত্তিতে ১০ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরকে নিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন চরবাটা খাসের হাট জামে মসজিদের খতিব মাওলানা আহছান উল্লাহ।
অনুষ্ঠান শেষে ২১ জন শিশু-কিশোরের হাতে উপহার হিসেবে সাইকেল তুলে দেন অতিথিরা। এ ছাড়া সালাত আদায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্যদেরকে সিলিং ফ্যানসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। সাইকেল প্রদানে আর্থিক সহায়তা করেন স্থানীয় একজন প্রবাসী। এ ছাড়া একজন বিশিষ্ট ব্যবসায়ী ও একজন ব্যাংক কর্মকর্তা পুরস্কার প্রদানে আর্থিক সহায়তা করেন।
সালাত আদায়ে উৎসাহিত করার মতো এমন কর্মসূচি আয়োজন করায় খুশি শিশু-কিশোর ও তাদের অভিভাবকেরা।
চরবাটা মহিলা মডেল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মহিব উল্লাহর সঞ্চালনায় ও সৈকত সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও চরবাটা ইউনিয়নের হাজী আব্দুর রশিদ জামে মসজিদের সভাপতি মো. মোনায়েম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য দেন পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ছালেহ উদ্দিন, চর জুবিলী রাব্বানীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা দাউদ হোসাইন, ব্র্যাক ব্যাংক মাইজদী শাখার ম্যানেজার মো. সাইদুজ্জামান সুজন, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, চর ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, হাজী আব্দুর রশিদ জামে মসজিদের খতিব মাওলানা মো. ফয়েজ উল্লাহ, দৈনিক যায়যায় দিন পত্রিকার সুবর্ণচর উপজেলা প্রতিনিধি আব্দুল বারী বাবলু, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ, পূর্ব চরবাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা নেয়ামত উল্লাহ, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের ধর্মীয় শিক্ষক আনিছুর রহমান, চরবাটা আর.জি উচ্চ বিদ্যলায়ের সহকারী শিক্ষক মো. এনামুল হক ও সমাজসেবক রাশেদুল ইসলামসহ অন্যান্যরা।