দখলদার ও দূষণকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি এইচআরপিবি’র

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেছেন, বাংলাদেশের যত নদ নদী রয়েছে এবং পরিবেশ রক্ষার্থে আমরা দীর্ঘদিন থেকে আইনি লড়াই করছি। এ আইনি লড়াইয়ের মাধ্যমে আপিল বিভাগে থেকে একটি নির্দেশনা দিয়েছে যে নদী দখল ও দূষণকারী যারা থাকবে, তারা নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন। কিন্তু, সেটা আইনে নেই। আজ বুধবার (৫ মার্চ) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন পুরো কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মনজিল মোরসেদ বলেন, সামনে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, আমাদের গণপ্রতিনিধিত্ব আইনে কোনো বিধান যদি যুক্ত না থাকে তাহলে নির্বাচন কমিশন সেখানে কাউকে অযোগ্য করতে পারে না। তাই আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে, এই যে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে একটা বিধান এখানে সংযোজন করা, দূষণ ও দখলকারী যারা হবে; তারা জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হবেন। এখানে কমিশনেও আমাদের সঙ্গে একমত প্রকাশ করেছেন।
এইচআরপিবির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও সেক্রেটারি অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরির সই করা লিখিত বক্তব্যে আরও বলা হয়েছে, আমরা আদালতের মাধ্যমে অনেক নির্দেশনা অর্জন করতে সক্ষম হয়েছি। তা সত্ত্বেও পরিবেশদূষণ ও নদী দখলকারীদের কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না। এমন পরিস্থিতিতে এইচআরপিবির পক্ষ থেকে একটি রিট পিটিশন করায় শুনানি শেষে মহামান্য হাইকোর্ট বিভাগ ওই রায় দেন।