রাঙামাটিতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান, বিপুল অস্ত্র জব্দ

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। পরে সেখানে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত শুক্রবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল অস্ত্র জব্দ করা হয়।
অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষস্থানীয় সন্ত্রাসীরা পালিয়ে গেছে। পরে সেখানে তল্লাশি চালানো হয়। আস্তানা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত একটি পিস্তল, ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, কয়েকটি ওয়াকিটকি, একটি হার্ডডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক ভেরিফাইড পেজ থেকে সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ইউপিডিএফ। এসময় কিছু সংখ্যক পাহাড়ি নারীর মাধ্যমে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অভিযানে বাধা দেওয়া হয়। আটক ব্যক্তি, গোলাবারুদ ও সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ধরনের উস্কানিমূলক পরিস্থিতিতেও সেনাবাহিনী অত্যন্ত্য ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
পালিয়ে যাওয়া ইউপিডিএফের সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনীর একটি সূত্র।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।