ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নানা আয়োজনে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৮ মার্চ) আনন্দ শোভাযাত্রা, ইফতার মাহফিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো. মুফিদুল আলম। বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, দপ্তর সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার ফালগুনী নন্দী, ক্লাবের সহসভাপতি অধ্যাপক আবুল কাশেম ও নওয়াব আলী, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি একেএম মোহসিন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান রুকন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমির আব্দুল করিম, নায়েবে আমির কামরুল হাসান মিলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমীন খসরু, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী প্রমুখ। সভা পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, ময়মনসিংহ প্রেসক্লাব সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। সংগঠনটির সদস্যরা সত্য ও ন্যায়ের পথে আপসহীন থেকে সকল অন্যায়ের প্রতিবাদ করবে এটাই স্বাভাবিক। ছাত্র-জনতার আন্দোলেনর সময় সাংবাদিকদের ত্যাগ ও রক্তদানে পাওয়া বৈষম্যহীন নতুন দেশ নতুনভাবে পরিচালনা করার জন্য সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তবে ফ্যাসিবাদমুক্ত দেশকে উন্নয়ন, গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রেখে সামনে এগিয়ে নিতে হলে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।