জুলাই আন্দোলনে আহতদের পাশে দাঁড়াল এমইএস ফাউন্ডেশন

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পাশে দাঁড়াল এমইএস ঠিকাদার ওয়েলফেয়ার ফাউন্ডেশন। গতকাল শনিবার (৮ মার্চ) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের আর্থিক সহায়তা দেয় সংগঠনটি।
এসময় মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের (এমইএস) প্রধান প্রকৌশলী গ্রুপ ক্যাপ্টেন সেলিম মাহমুদ, ফাউন্ডেশনের আহ্বায়ক নুরুল হুদা, সদস্য সচিব আহমদ ফারুক খান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আলম, শাহ আলম, আতাউর রহমান (সিআইপি), এমইটিভির চেয়ারম্যান মিরাজ উদ্দিন খানসহ অনেকে উপস্থিত ছিলেন।
গ্রুপ ক্যাপ্টেন সেলিম মাহমুদ বলেন, ঠিকাদারদের এ ফাউন্ডেশনটি নতুন করা হয়েছে। তাৎক্ষণিক সিদ্ধান্তে জুলাই আন্দোলনে আহতদের সহযোগিতার বিষয় সকলে একমত হয়। এরই ধারাবাহিকতায় শনিবার আহতদের সামান্য আর্থিক সহযোগিতা করা হচ্ছে। এছাড়া তালিকা করা হয়েছে, যারা চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন এবং এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন পর্যায়ক্রমে তাদেরও সহযোগিতা করা হবে।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীনরা এ সহযোগিতা পেয়ে আনন্দিত। তাদের দাবি, যে কারণে তারা আন্দোলনে নেমেছিলেন তা যেন বাস্তবায়ন হয়।
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. আবুল কেনান বলেন, আহতদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠেছে। তবে বেশিরভাগ রোগীকে হয়তো পঙ্গুত্ব নিয়ে জীবন কাটাতে হবে। এমইএস ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি সমাজের সচ্ছল ব্যক্তিদের আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।