নওগাঁয় প্রাইভেটকার খাদে পড়ে শিক্ষার্থী নিহত

নওগাঁর মহাদেবপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আব্দুল্লাহ আল ছামী (১৯) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার শিক্ষার্থী।
গতকাল মঙ্গলবার (১১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে উপজেলার নওগাঁ-পোরশা আঞ্চলিক সড়কের ছাতুলতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল ছামী মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের ভাই আজমল হোসেন বিমানের বড় ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, নিহত আব্দুল্লাহ আল ছামী নিজে প্রাইভেটকার চালিয়ে তার চার বন্ধুসহ ঘুরতে যান। বাড়ি ফেরার পথে উপজেলার নওগাঁ-পোরশা আঞ্চলিক সড়কের ছাতুলতলী মোড়ে পৌঁছালে রাস্তা ভাঙা থাকার কারণে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে যাত্রীরা সবাই প্রাইভেটকারের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল ছামীকে মৃত ঘোষণা করেন। প্রাইভেটকারে থাকা আরও চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়ি পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে নিহত আব্দুল্লাহ আল ছামীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।