দেশে চলছে রক্তচোষা সাংবাদিকতা : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাংবাদিকতা বাংলাদেশে একটি রক্তচোষা শিল্প হয়ে দাঁড়িয়েছে। ভিডিও প্রকাশ করে হাজার হাজার ডলার কামাচ্ছেন কেউ অথচ যে লোকের কাছ থেকে ভিডিওটা নিচ্ছেন তাকে ৫০০ টাকাও দিচ্ছেন না।
আজ বুধবার (১২ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় শফিকুল আলম এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আমাদের উচিত মাল্টিমিডিয়ার রিপোর্টারদের আরও স্বীকৃতি দেওয়া। দুটি অপরাধকে বলা হয় সবচেয়ে বড় অপরাধ। একটা হলো জেনোসাইড বা গণহত্যা আর আরেকটি হচ্ছে মানবতাবিরোধী অপরাধ। মানবতাবিরোধী অপরাধের প্রমাণ জোগাড় করতে কারা বেশি কাজ করেছে, কারা প্রাথমিক ভিডিওগুলো দিয়েছে, এটা হলো সাংবাদিকরা। বাংলাদেশে সাংবাদিকদের অবদান অবিস্মরণীয়। তবে এই অবদান সম্পর্কে আমরা শুধু মুখে বললাম আর কিছু করলাম না তা ঠিক না। সাংবাদিকদের মধ্যে গুটিকয়েক লোক যারা মালিক বা সম্পাদকের আশেপাশে থাকে, মালিককে খুব ভালো চিনে, চামচামি করতে পারে, তারা ভালো বেতন পায়। আর বেশিরভাগ সাংবাদিকের বেতন কম। কারো কারো ক্ষেত্রে পাঁচ হাজার টাকা দিচ্ছে, ১০ হাজার টাকা দিচ্ছে আর গ্রামগঞ্জে তো কথাই নাই…একটা টাকাও দিচ্ছে না।
শফিকুল আলম আরও বলেন, ‘একটা ভালো ভিডিও ফেসবুক বা ইউটিউবে দিয়ে হাজার হাজার ডলার কামাচ্ছেন অথচ যে লোকের কাছ থেকে ভিডিও নিচ্ছেন তাকে ৫০০ টাকাও দিচ্ছেন না। এদের কেউ কেউ আবার সুধী সমাজের সদস্য। ভালো ভালো কথা বলেন। সত্যিকার অর্থে সাংবাদিকতা বাংলাদেশে রক্তচোষা শিল্প হয়ে দাঁড়িয়েছে।’